জনপ্রশাসন মন্ত্রণালয় শপথের আগেই সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ৬ সদস্যের নিয়োগ বাতিল করেছে। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এ নিয়োগ বাতিল করা হয়েছে। সোমবার মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবুল হায়াত মো. রফিকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নিয়োগ বাতিল হওয়া পিএসসির সদস্যরা হলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ সরকার, সাবেক অতিরিক্ত আইজিপি মো. মুনির হোসেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ এফ জগলুল আহমেদ, বিয়াম ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক মো. মিজানুর রহমান, সাবেক সচিব শাব্বির আহ্মদ চৌধুরী এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস এন্ড ইউরোলোজির সাবেক পরিচালক অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান।
তবে কোন কারণে তাদের নিয়োগ বাতিল হলো তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। এতে বলা হয়েছে, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এ নিয়োগ বাতিল করা হলো।
গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের ৪ দিন পর পদত্যাগ করেন পিএসসির সাবেক চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ ১২ সদস্য। এর পরদিন সংস্থাটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। তার সঙ্গে সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয় ড. নুরুল কাদির, ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ সুজায়েত উল্লাহ ও ড. মোহাম্মদ নাজমুল আমীন মজুমদারকে। ১৫ অক্টোবর তারা প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের কাছে শপথ নেন
এরপর গত ২ জানুয়ারি সংস্থাটির সদস্য হিসেবে ৬ বিশিষ্ট নাগরিককে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। তবে তাদের কেউই শপথ নেননি।