ভোলার তেঁতুলিয়া নদী, ভেদুরিয়া লঞ্চঘাট এবং ফেরিঘাটে অভিযান চালিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড ১৬ হাজার কেজি জাটকা জব্দ করেছে। আজ সোমবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
মি. সিয়াম বলেন, ‘ইলিশ বাংলাদেশের একটি জাতীয় সম্পদ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে এ সম্পদের ভূমিকা অপরিসীম। দেশের এ অমূল্য সম্পদ রক্ষার্থে ১ নভেম্বর থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত ৮ মাস জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।`
সরকারের এ যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা সদরের তেঁতুলিয়া নদী, ভেদুরিয়া লঞ্চঘাট, ফেরিঘাট এবং খেয়াঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে ১৬ হাজার কেজি জাটকা জব্দ করা হয়।
পরে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলামের উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।