
জাতীয় নির্বাচন আয়োজনই এই মুহূর্তে নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনও ইসিকে কিছু জানানো হয়নি বলেও জানান তিনি।
আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এসব জানান তিনি। বলেন, একদিনেই সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।
কমিশনার জানান, সরকার চিঠি দিলে জাতীয় নির্বাচনের প্রস্তুতির মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন করা যাবে।
এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া কমিশনের সাংবিধানিক দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক বলে জানান কমিশনার সানাউল্লাহ। বলেন, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২৩ বাতিল করতে সরকারকে চিঠি দেবে কমিশন।
জাতীয় নির্বাচন ব্যাহত হতে পারে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না বলেও মত দেন কমিশনার সানাউল্লাহ।