মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি:

ভারতের গণমাধ্যমের খবরে কোন মন্তব্য করবে না বাংলাদেশ

ছবি : সংগৃহীত

ভারতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি নিয়ে দেশটির গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা নিয়ে কোন মন্তব্যের প্রয়োজন দেখছেন বাংলাদেশ। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম।

রফিকুল আলম বলেন, ‘শেখ হাসিনার পাসপোর্ট বাতিল হয়েছে, সেক্ষেত্রে ভিসার মেয়াদ বাড়িয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে মন্তব্যের কোন প্রয়োজন দেখে না ঢাকা।’

কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে মোদি সরকার।

ভারত সরকার এমন এক সময়ে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল যখন মোদি সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ‘কূটনৈতিক নোট’ পাঠিয়েছে ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

গত ৫ আগস্ট থেকে ভারতে বাস করছেন ৭৭ বছর বয়সী শেখ হাসিনা। তাঁর অবস্থান সুনির্দিষ্টভাবে জানা না গেলেও দিল্লির একটি নিরাপদ স্থানে তিনি আছেন বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

এ দিকে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সংবাদ সম্মেলনে বলেন, ‘গুম ও হত্যায় জড়িত ২২ পাসপোর্ট বাতিল করা হয়েছে। এছাড়া জুলাই–আগস্টে গণহত্যায় জড়িত ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে, এর মধ্যে শেখ হাসিনার নামও আছে।’

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত চেয়ে দেওয়া চিঠির উত্তর এখনও দিল্লি দেয়নি। ঢাকা উত্তরের অপেক্ষায় রয়েছে। উত্তর না এলে ঢাকা তাগিদপত্র দেবে বলেছিল, কিন্তু এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের আসন্ন চীন সফর নিয়েও নানা প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘পররাষ্ট্র উপদেষ্টার আসন্ন চীন সফর দুই দেশে সম্পর্ক গভীর করতে বিশেষ ভূমিকা রাখবে।

সফরের আলোচ্যসূচি এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে মুখপাত্র বলেন, ‘ভবিষ্যৎ রূপরেখা প্রণয়ন, বাণিজ্য, অর্থনীতি ও রোহিঙ্গা সংকটসহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনা হবে।’

রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে তিনি বলেন, ‘সম্প্রতি ৩৬ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। সীমান্তে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের মানবিক দিকটাও দেখতে হয়।’

অন্য এক প্রশ্নের জবাবে মুখপাত্র জানান, মোজাম্বিকে থাকা বাংলাদেশিদের সুরক্ষায় কাজ করছে দূতাবাস।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...