বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

২০ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ অ্যালবাম বিক্রি

ছবি : সংগৃহীত

অতীতের যেকোনো সময়ের চেয়ে মনে রাখার মতো একটি বছর কাটিয়েছেন টেইলর সুইফট, বিলি আইলিশ ও সাবরিনা কার্পেন্টারের মতো তারকাদের অনুরাগীরা। জনপ্রিয় এই শিল্পীদের প্রত্যেকেই নতুন অ্যালবাম উপহার দিয়েছেন ২০২৪ সালে।

লন্ডনভিত্তিক বাণিজ্য সংগঠন দ্য ডিজিটাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড রিটেইল এসোসিয়েশনের (ইআরএ) প্রকাশিত এক পরিসংখ্যান বলছে, ব্রিটেনে গত বছর স্ট্রিমিং পরিষেবা ও ভিনাইল অ্যালবাম প্রকাশের পুনরুত্থান ঘটেছে, যা সংগীতকে গত ২০ বছরের উচ্চতায় পৌঁছে দিয়েছে, এমনকি তা সিডি যুগের শীর্ষকেও ছাড়িয়ে গেছে।

ছবি : সংগৃহীত

গত ১২ মাসে দেশটিতে স্ট্রিমিং সাবস্ক্রিপশন ও ভিনাইল বিক্রি বেড়েছে। ভোক্তারা গান শোনার জন্য মোট ২.৪ বিলিয়ন ইউরো খরচ করেছেন। এর আগে ২০০১ সালে সিডি বিক্রির শীর্ষ রেকর্ড ছিল ২.২ বিলিয়ন ইউরো।

এ ছাড়া একক অ্যালবামের স্ট্রিমিং ১৭৮ মিলিয়ন, যা ২০০৪ সালে সিডির রমরমা যুগে বিক্রি হওয়া ১৭২ মিলিয়ন অ্যালবামের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

এদিকে, বিক্রির দিক থেকে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেয়েছে টেইলর সুইফটের ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’। এর মোট ৭ লাখ ৮৩ হাজার ৮২০টি কপি বিক্রি হয়। অন্যদিকে, মার্কিন গায়ক নোয়া কাহানের মৌলিক গান ‘স্টিক সিজন’-এর স্ট্রিমিং প্রায় ১.৯৯ মিলিয়ন বিক্রির সমতুল্য।

দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট ছাড়াও যুক্তরাজ্যে বছরের সেরা দশ অ্যালবামের মধ্যে রয়েছে দ্য হাইলাইটস (দ্য উইকেন্ড), শর্ট এন’ সুইট (সাবরিনা কার্পেন্টার), স্টিক সিজন (নোয়া কাহান), হিট মি হার্ড অ্যান্ড সফট (বিলি আইলিশ), দ্য রাইজ অ্যান্ড ফল অব আ মিডওয়েস্ট প্রিন্সেস (চ্যাপেল রোয়ান), ফিফটি ইয়ার্স—ডোন্ট স্টপ (ফ্লিটউড ম্যাক), ব্রেট (চার্লি এক্সসিএক্স), মুন মিউজিক (কোল্ডপ্লে) ও গাটস (অলিভিয়া রুদ্রিগো)।

সংগঠনটি জানিয়েছে, গত বছর স্পটিফাই, আমাজন মিউজিক ও অ্যাপল মিউজিকের মতো পরিষেবাগুলোর সাবস্ক্রিপশনে ব্যয় করা অর্থের পরিমাণ প্রায় ৮৫ শতাংশ।

ভিনাইল রেকর্ডের বাজার বৃদ্ধি পেয়েছে ১০.৫ শতাংশ। গত বছর বিক্রি হয়েছে ৬.৭ মিলিয়ন ডিস্ক, যা থেকে এসেছে ১৯৬ মিলিয়ন ইউরো। সিডি বিক্রির পরিমাণ একই রয়েছে, এই খাত থেকে এসেছে ১৬২.২ মিলিয়ন ইউরো।

ছবি : সংগৃহীত

ডিজিটাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড রিটেইল এসোসিয়েশন’র (ইআরএ) প্রধান নির্বাহী কর্মকর্তা কিম বেইলি বলেন, ‘২০২৪ সংগীতের জন্য এটি একটি ব্যানার ইয়ার (বিশেষ বছর) ছিল, মান ও পরিমাণ উভয় ক্ষেত্রেই স্ট্রিমিং ও ভিনাইল সেক্টরকে সর্বকালের উচ্চ রেকর্ডে নিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘সংগীতের এই প্রত্যাবর্তন অত্যাশ্চর্য, যা ২০১৩ সালে তার নিম্ন পয়েন্টের থেকেও দ্বিগুণ বেশি বিক্রি দেখেছে। আমরা এখন নিঃসন্দেহে বলতে পারি—সংগীতে সুদিন ফিরছে।’

সূত্র: বিবিসি

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...