মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

বিমানবন্দরে এসে পৌঁছেছেন খালেদা জিয়া

ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কিছুক্ষণের মধ্যে বিশেষ বিমানে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

আজ মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে বিমানবন্দরে পৌছায় তাকে বহনকারী গাড়িটি।

এরআগে রাত ৮ টা ১০ মিনিটে বাসা থেকে বের হয়ে বিমানবন্দর উদ্দেশ্য তাকে বহনকারী গাড়িটি রওনা হয়। এসময় গুলশানের বাসার সামনে তাঁকে বিদায় জানান বিএনপির শীর্ষনেতারা। এসময় রাস্তার দুই পাশে নেতাকর্মীদের ভিড় দেখা যায়।

নেতাকর্মীদের উদ্দেশ্য হাত নেড়ে শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারপারসন। বাসভবনের বাইরেও ভিড় করেন বিপুল নেতাকর্মী। এছাড়া বিমানবন্দর সড়কেও তাকে একঝলক দেখার জন্য লম্বা লাইন তৈরি হয় নেতাকর্মীদের। পুরো পথ জুড়েই তাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

দীর্ঘ প্রতিক্ষার পর আজ রাতে চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রায় সাড়ে ৭ বছর পর লন্ডন প্রবাসী ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে তার। এর আগে, ২০১৭ সালে চিকিৎসার প্রয়োজনে লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন।

রাতেই ঢাকার হয়রত শাহজালাল বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশে রওনা হবেন খালেদা জিয়া ও তাঁর সফরসঙ্গীরা। বাংলাদেশ সময় বুধবার সকাল ১০টায় হিথ্রো বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। সেখানে ভিআইপি প্রটোকল পাবেন তিনি।

এদিকে, খালেদা জিয়াকে বিদায় জানানোর সময় যাতে কোনো জনদুর্ভোগ না হয়, সেজন্য ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

সুস্থ হয়ে দেশে ফিরে আবারও দলের নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এমনটাই আশা করছেন দলের নেতারা।

উন্নত চিকিৎসার জন্য দুই মাস আগে থেকেই বিদেশে যাওয়ার সব প্রস্তুতি নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অসুস্থতার কারণে কয়েক দফা বাতিল হয় বিদেশ যাত্রার তারিখ। সবকিছু ঠিক থাকলে আজ রাতে লন্ডনের উদ্দেশে রওনা হবেন বিএনপি প্রধান।

বিএনপি নেতারা জানান, যুক্তরাজ্যে গিয়ে খালেদা জিয়া ভর্তি হবে লন্ডন ক্লিনিকে। সেখান খেকে থেকে লিভার প্রতিস্থাপনের জন্য যেতে পারেন যুক্তরাষ্ট্রে।

গতকাল খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, লন্ডন ক্লিনিক বলে একটা পুরনো ঐহিত্যবাহী হসপিটাল আছে। সেই হসপিটালে এটি এনএইচএস-এর অধীন একটি হসপিটাল। সেখানে উনাকে (খালেদা জিয়া) ভর্তি করা হবে। হিথরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উনাকে সরাসরি সেখানে নিয়ে যাওয়া হবে। এই হসপিটালে উনি চিকিৎসাধীন থাকবেন। যদি আমাদের ওখানে (লন্ডন ক্লিনিক) সুপারিশ করে যে, ইয়েস শি নিডস; তাদের এখানে নাই, জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপিটালে নিয়ে যেতে হবে, তখন হয়ত যাওয়ার একটা প্রশ্ন আসে।

বিএনপি চেয়ারপারসনকে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে নেওয়া হচ্ছে তাতে সব ধরনের চিকিৎসা সহায়তার ব্যবস্থা রয়েছে। খালেদা জিয়ার সাথে তাঁর প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, ছয়জন চিকিৎসকসহ ১৫ জন রয়েছেন।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...