
ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক ৯০ জেলে ও নাবিক চট্টগ্রামে পৌঁছেছেন। আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে পতেঙ্গায় কোস্টগার্ড জেটিতে পৌঁছান তাঁরা। তাঁদের সঙ্গে দুই মাছ ধরার জাহাজ এফভি মেঘনা-৫ এবং লায়লা-২ ফেরত আনা হয়েছে।
এফভি মেঘনা-৫ জাহাজের ক্যাপ্টেন রাহুল বিশ্বাস জানান, গত ৯ ডিসেম্বর ওই জেলে নাবিকেরা সাগরে বর্ডার লাইনে ভারতের কোস্টগার্ডের হাতে আটক হন। এর পর বাংলাদেশের পক্ষ থেকে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও সরকারের সহযোগিতায় তাঁরা মুক্ত হয়েছেন।
ক্যাপ্টেন রাহুল বিশ্বাস আরও জানান, এ সময়ে রসদ ও জ্বালানিজনিত কোনো সমস্যা হয়নি তাঁদের। আজ মোট ৯০ জন জেলে ও নাবিক ফেরত এসেছে। এর মধ্যে মেঘনা -৫ এর ৩৭ জন, লায়লা -২ এর ৪১ জন এবং এর আগে আটক ১২ জন রয়েছেন।