
রণবীর কাপুরের সাথে ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকা খ্যাতি পেয়েছিলেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। তবে খোলামেলা দৃশ্যে অভিনয় করার জন্য কটাক্ষের শিকারও কম হতে হয়নি দিমরিকে। ‘অ্যানিম্যাল’-সিনেমাটিকে ইতোমধ্যেই ‘নারীবিদ্বেষী’ আখ্যা দিয়ে অভিযোগ উঠেছে।
সিনেমাটিতে মেয়েদের অসম্মানিত করা হয়েছিল বলে ভারতীয় গণমাধ্যমে অভিযোগ উঠেছে। এক প্রতিবেদনে বলা হয়, তৃপ্তি দিমরি চরিত্রকে নায়ক অর্থাৎ রণবীর কাপুর জুতো পর্যন্ত চাটতে বলেছিলেন।

এ বিষয়ে এতদিন সরাসরি তৃপ্তিকেই দুষছিলেন সবাই। তবে সে বিষয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী। তৃপ্তির দাবি, ‘অ্যানিম্যাল’ ছবিটি মোটেও নারীবাদ-বিরোধী নয়। অভিনেত্রী কথায়, ‘আমি এই ছবিকে মোটেই নারীবাদ-বিরোধী ছবি হিসেবে দেখি না। কোনও ছবিকে আমি এই ধরনের তকমা দিই না।’
তৃপ্তি আরও জানান, ‘ছবিতে চরিত্রগুলোর সঙ্গে আমার একটা যোগাযোগ তৈরি হয়ে গিয়েছিল। পরিচালকের উপর বিশ্বাস ছিল আমার। মনে হয়েছিল, আমার এই কাজটা করা উচিত।’

তিনি বলেন, ‘যখন সন্দীপ স্যারের সঙ্গে দেখা হয়, তখন কিন্তু ছবিটা নিয়ে বিস্তারিত আমাকে বলেননি। আমার চরিত্রটি আমাকে বুঝিয়ে বলেছিলেন। তখন মনে হয়েছিল, এত দিন আমি শুধু ভাল মানুষের চরিত্রেই অভিনয় করেছি। অবশেষে নতুন কিছু করার সুযোগ এসেছে।’
তবে এই চরিত্রের জন্য চোখে মুখে সারল্য চেয়েছিলেন সন্দীপ রেড্ডি বঙ্গা। যার মনের ভিতরে লুকিয়ে রয়েছে প্রতিশোধস্পৃহা। এক্ষেত্রে তৃপ্তির সরল স্বীকারোক্তি, ‘চরিত্রটি বেশ কঠিন ছিল। তাই আমি রাজি হয়ে যাই।’