
গত ডিসেম্বরে দেশে খাদ্য মূল্যস্ফীতি কমে ১২.৯২ শতাংশে নেমে এসেছে। আর সাধারণ মূল্যস্ফীতি কমে হয়েছে ১০.৮৯ শতাংশ।
আজ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির এ তথ্য প্রকাশ করে। গত নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৩.৮ শতাংশ। সামগ্রিক মূল্যস্ফীতি ছিল ১১.৩৮ শতাংশ।

বিবিএসের তথ্যমতে, চলতি অর্থবছরে প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ১ দশমিক ৮১ শতাংশ। গত অর্থবছরের একই সময় যা ছিল ৬ দশমিক ০৪ শতাংশ। ডিসেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.২৬ শতাংশে- যা নভেম্বরে ৯.৩৯ শতাংশ ছিল।
গত জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি ১৪ দশমিক ১০ শতাংশে উঠেছিল। এর আগে খাদ্য মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে ছিল ২০১১ সালের মার্চ মাসে। তখন এই হার ছিল ১৩ দশমিক ৮৭ শতাংশ। গত বছরের মার্চ মাসের পর থেকে টানা খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশের নিচে নামেনি।