
পতিত আওয়ামী লীগ সরকারের সময় ‘ভাতের হোটেল’ হিসেবে পরিচিত পাওয়া ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয় নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার দুপুরে রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ওই প্রসঙ্গ তোলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ডিবিতে আর কোনো আয়নাঘর আর কোনো ভাতের হোটেল থাকবে না।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। ছিনতাইকারী বেড়ে গেছে, তবে তাদের ধরাও হচ্ছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, লিবিয়ায় যাঁরা আটকে আছেন, এমন ভুক্তভোগী কেউ পুলিশের কাছে আসলে ব্যবস্থা নেয়া হবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘টেকনাফে অপহরণের সবাই উদ্ধার হয়েছে। আরাকান আর্মির দখলে বর্ডার। মিয়ানমার সরকার ও আরাকান আর্মিদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে যাতে বর্ডার শান্ত থাকে। বর্ডার নিয়ন্ত্রণে আছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করবে না ডিবি। আমি অপকর্ম করলে আমার নামেও সংবাদ প্রচার করুন। সত্যি সংবাদ প্রকাশ করুন।’
শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় পুলিশ সদস্যদের বহিষ্কার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গ করলে তাকে বাদ পড়তেই হবে। তারা আন্দোলনের নামে এখনও বিশৃঙ্খলা করছে।’
এ দিন সংবাদমাধ্যমকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের মিডিয়াগুলো সত্য সংবাদ প্রকাশ করায় ইন্ডিয়ান মিডিয়ার অপপ্রচার অনেক কমে গেছে। গণমাধ্যম সত্য সংবাদ প্রকাশ করলে আমাদেরও অ্যাকশন নিতে সুবিধা হয়।’