
এস আলমের নিয়ন্ত্রণে থাকা ৪টি ব্যাঙ্কসহ মোট ৬টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। রোববার এক জরুরি সভায় এ নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।
এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের দায়িত্বে রেখে অডিট হলে, তা প্রশ্নবিদ্ধ হতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। এ কারণেই বির্তক এড়াতে ৬ ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকদের তিন মাসের ছুটিতে পাঠানো হয়।
সভা শেষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবদুল মান্নান সাংবাদিকদের জানান, ঋণ কেলেঙ্কারি ও নানা অনিয়মে তারল্য সংকটে পড়ে খাদের কিনারায় যাওয়া ছয় বেসরকারি ব্যাংকে ফরেনসিক অডিট চালানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক খাত সংস্কারে গঠিত টাক্সফোর্স।
বাধ্যতামূলক ছুটিতে যাওয়া ব্যবস্থাপনা পরিচালকরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী, এক্সিম, গ্লোবাল ইসলামী, এসআইবিএল, আইসিবি ইসলামিক ও ইউনিয়ন ব্যাংকে কর্মরত ছিলেন।