মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

ভারতের ঘোর কাটিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া

ছবি : সংগৃহীত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে উঠেছিল ভারতের জন্য। টানা তৃতীয় ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না ক্রিকেট ইন্ডিয়ার। অন্যদিকে ম্যাচ জিতলেই টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট হাতে পাবে অজিরা।

ঠিক এমন সমীকরণেই সিডনিতে আজ ভারতের স্বপ্নে পানি ঢেলেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরকারীদের ৬ উইকেটে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে এ প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

ছবি : সংগৃহীত

এর পাশাপাশি ৩-১ ব্যবধানে সিরিজ জিতে বোর্ডার-গাভাস্কার ট্রফিটাও নিজেদের করে নিয়েছে প্যাট কামিন্সের দল। ২০১৪-১৫ মৌসুমের পর এই প্রথম বোর্ডার-গাভাস্কার ট্রফির সিরিজ জিতল অস্ট্রেলিয়া।

সিডনি টেস্ট যে অস্ট্রেলিয়া জিততে যাচ্ছে, এটা অনেকটা নিশ্চিত হয়েছিল ভারত দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে গুটিয়ে যাওয়ার পর। ৬ উইকেটে ১৪১ রানে দিন শুরু করার পর ভারত আজ দিনের প্রথম ঘণ্টাতেই হারিয়েছে হাতে থাকা ৪ উইকেট। ৭.৫ ওভার ব্যাটিং করে আজ মোটে ১৬ রান যোগ করতে পেরেছে স্কোরবোর্ডে। তাতে জয়ের জন্য চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ১৬২ রান।

ছোট লক্ষ্য পেয়ে ইনিংসের শুরুতেই অস্ট্রেলিয়ার জন্য কাজটা সহজ করে দেন দুই ওপেনার স্যাম কনস্টাস ও উসমান খাজা। প্রথম ২ ওভারেই দুজন স্কোরবোর্ডে যোগ করেন ২৬ রান। ইনিংসের ৩.৫ ওভারে দলকে ৩৯ রানে রেখে আউট হন কনস্টাস। প্রসিদ্ধ কৃষ্ণাকে মারতে গিয়ে ঠিকঠাক ব্যাটে বলে না হওয়ায় মিড অফে ওয়াশিংটন সুন্দরের হাতে ধরা পড়েন ডানহাতি তরুণ এ ওপেনার (১৭ বলে ২২ রান)।

ছবি : সংগৃহীত

৬.২ ওভারে ৫০ ছোঁয়া অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে আর ২ রান যোগ হতেই আরেকটি উইকেট হারায়। এবার প্রসিদ্ধর বলে জয়সোয়ালের হাতে ক্যাচ দেন মার্নাশ লাবুশেন (৬)। ৫৮ রানে অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তোলার আভাস দেন প্রসিদ্ধ। এবার শিকার করেন স্টিভেন স্মিথকে (৪)।

পরপর ৩ উইকেট হারালেও পথ হারায়নি অস্ট্রেলিয়া। উসমান খাজা-ট্রাভিস হেডের চতুর্থ উইকেট জুটির ৪৯ বলে ৪৬ রানে ফাইনালে ক্ষণ গুনতে থাকে অস্ট্রেলিয়া। দলকে ১০৪ রানে রেখে মোহাম্মদ সিরাজের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন উসমান খাজা (৪৫ বলে ৪১ রান)। জয় থেকে তখন ৫৮ রান দূরে অস্ট্রেলিয়া।

ছবি : সংগৃহীত

হেড-বাউ ওয়েবস্টারের ওয়ানডে সুলভ ৫৩ বলে ৫৮ রানের জুটিতে সহজেই এ রান পেরিয়ে যায় স্বাগতিকরা। একই সঙ্গে পেয়ে যায় ফাইনালের টিকিট। শেষ পর্যন্ত হেড ৩৮ বলে ৩৪ রানে ও ওয়েবস্টার ৩৪ বলে ৩৯ রানে অপরাজিত ছিলেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার লড়াইয়ে ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আগামী ১১ জুন লর্ডসে অনুষ্টিত হবে টেস্ট ক্রিকেটে শ্রেষ্ঠত্বের মুকুট নির্ধারণী ম্যাচটি।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...