মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

পেনাল্টি মিস-রেড কার্ড ঝড় সামলে শেষ হাসি রিয়াল মাদ্রিদের

 

ছবি : সংগৃহীত

গত ২ নভেম্বর ঝড় আর আকস্মিক বন্যায় স্থগিত থাকা ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচটি অবশেষে গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু মেসতায়া স্টেডিয়ামে খেলতে নেমে এবার রীতিমতো ঝড়ের কবলে পড়েছিল কার্লো আনচেলত্তির দল। অবশ্য যে ঝড় সামলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের শুরুতে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করার পর ২৭ মিনিটে হুগো দুরোর গোলে পিছিয়ে পড়ে মাদ্রিদ। বিরতির পর যাও ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল, কিন্তু পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন জুড বেলিংহাম।

দুর্ভাগ্যের এখানেই শেষ নয়। ৫৯ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোল বাতিল হয় অফসাইডে। এরপর নির্ধারিত সময়ের ১১ মিনিট আগে প্রতিপক্ষ গোলকিপার স্তোলে দিমিত্রিভস্কিকে আঘাত করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভিনিসিয়ুস জুনিয়র।

ছবি : সংগৃহীত

১০ জন হয়ে পড়া মাদ্রিদের হার তখন সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছিল। তবে লুকা মদ্রিচ মাঠে নামার পরই বদলে যায় দৃশ্যপট। ম্যাচের ৮৫ মিনিটে বেলিংহামের পাস ধরে স্কোরলাইন ১-১ করেন মদ্রিচ। আর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলের সুযোগ নিয়ে মাদ্রিদের জয়সূচক গোলটি করেন বেলিংহাম।

নাটক তখনো পুরোপুরি শেষ হয়নি। যোগ করা সময়ের একদম অন্তিম মুহূর্তে প্রায় গোল পেয়ে গিয়েছিল ভ্যালেন্সিয়া। বাঁ-প্রান্ত থেকে ভেতরের দিকে ঢুকে বাঁ পায়ে দারুণ এক শট নিয়েছিলেন লুইস রিয়োকা। তবে স্প্যানিশ মিডফিল্ডারের শটটি বারপোস্টে লেগে ফেরত আসে। একইসঙ্গে ম্যাচের শেষ বাঁশি বাজতেই উদযাপনে মেতে ওঠে মাদ্রিদ।

ছবি : সংগৃহীত

এ জয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে চলে এসেছে রিয়াল মাদ্রিদ। ১৯ ম্যাচে আনচেলত্তির দলের পয়েন্ট ৪৩। ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ। তিনে থাকা বার্সার পয়েন্ট ৩৮ (১৯ ম্যাচে)।

ম্যাচ শেষে নিজের লালকার্ডের জন্য ক্ষমা চেয়েছেন ভিনিসিয়ুস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া পোস্টে ব্রাজিলিয়ান উইঙ্গার লিখেছেন, ‘দুঃখিত, এবং (জয়ের জন্য) দলকে ধন্যবাদ।’

কার্লো আনচেলত্তির ভাষ্য, ওটা লাল কার্ড দেখানোর মতো কিছু ছিল না। মাদ্রিদ কোচ বলেছেন, ‘আমরা ভেবেছিলাম এটাকে দ্বিতীয় হলুদ কার্ড ভেবেছিলাম।’

তবে সব ভুলে জয়টাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন আনচেলত্তি, ‘পেনাল্টি মিস আর ওই গোলটা বাতিলের পর দল যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, এটা দারুণ। আমাদের প্রথমার্ধ যতটা খারাপ ছিল, দ্বিতীয়ার্ধ ঠিক ততটাই ভালো ছিল, সেটাও আবার একজন কম নিয়ে।’

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...