
রাজধানীতে দুদিন ধরে দেখা নেই সূর্যের। কনকনে শীতে কাবু হয়ে পড়েছেন শহরে বসবাস করা মানুষজন। পুরো রাজধনীটিকেই যেন চাদরে ঢেকে রেখেছে ঘন কুয়াশা। বৃষ্টির মতো ঝরতে থাকা শিশিরকে আবার পাল্লা দিতে চাইছে হিমেল হাওয়া। আবহাওয়া অফিস বলছে, এমন আবহাওয়া থাকতে পারে আরও দু-তিনদিন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকেও দেখা মেলেনি সূর্যের। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে রাস্তায় মানুষের আনাগোনা কম। যানবাহনগুলো সড়কে চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমন পরিস্থিতি আরও দু-তিন দিন থাকতে পারে। ঘনকুয়াশার কারণে শীতের অনুভূতি তীব্র হচ্ছে।
আগামী রোববার থেকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। তিনি বলেন, তবে সপ্তাহ শেষে ফের জেঁকে বসতে পারে শীত।
এদিকে, আজ শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।