বিনোদন প্রতিবেদক :
বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে ‘পুনর্বাসন কনসার্ট’র আয়োজন করেছে শিল্পীসমাজ। আজ রাজধানীর রবীন্দ্র সরোবরে বিকেল ৩টা থেকে শুরু হবে এই সংগীতায়োজন। চলবে রাত ১০টা পর্যন্ত।
‘পুনর্বাসন কনসার্ট’-এ পারফর্ম করবে মোট ৫টি ব্যান্ড। যেখানে থাকছে ব্ল্যাক, শহরতলি, তরুণ ব্যান্ড, ব্লু জিনস, প্রজন্ম বাউল, কণ্ঠশিল্পী তোরসা ও আতিকা।
পুরো আয়োজনটির সঞ্চালনার দায়িত্বে থাকবেন অভিনেতা ও আর জে নিরব এবং সায়মা সুলতানা। এই কনসার্টের আয়োজন করেছে ট্রিপল ওয়ান ইভেন্ট।

আয়োজকরা জানান, দেশের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্যই এই কনসার্ট। যেখানে মাত্র একশ টাকার টিকিট কেটে দর্শক এ আয়োজন উপভোগ করতে পারেন। টিকিট বিক্রির অর্থ ও দর্শকের কাছে পাওয়া অনুদান ব্যয় করা হবে বানভাসিদের পুনর্বাসনে।
কনসার্টে অংশ নেওয়া ব্যান্ড সদস্য ও শিল্পীরা জানান, দেশের যেকোনো দুর্যোগকালীন সময়ে শিল্পীরা এগিয়ে আসবেন, এমনটাই তো হওয়া উচিত। নিজেদের দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা এই কনসার্টে অংশ নিচ্ছি। এখান থেকে প্রাপ্ত অর্থ বন্যার্তদের পুনর্বাসনে সহায়তা করবে।