
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একাত্তরের স্বাধীনতার ফসল জাতি উপভোগ করতে পারেনি। অন্য একটি দেশ তা ছিনতাই করে। গতকাল মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ সময় আওয়ামী লীগ প্রসঙ্গে আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ আমলের সব হত্যার বিচার দেখতে চায় মানুষ। নিজ দেশের মানুষ হত্যাকারী কখনো রাজনৈতিক দল হতে পারে না।
কিছু মানুষ নিজের মাথা পাশের দেশে ইজারা দিয়ে রাখে বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।
দেশের শিক্ষাব্যবস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠান ইস্যুতে জামায়াতের আমির বলেন, আরেকটি যুদ্ধ দরকার, শিক্ষাপ্রতিষ্ঠান মেরামতের। অস্ত্রধারী কাউকে শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হবে না। শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত না হলে জাতি পথ হারাবে।
জামায়াতে ইসলামীর আমির বলেন, জাতীয় স্বার্থে আমাদের এক থাকতে হবে, বিভেদ কাম্য নয়।