
রংপুরের সবজি বাজারে দাম কমে এসেছে শীতকালীন সবজির। ফলন ভালো হওয়ায় সরবরাহ বেড়েছে বাজারে। প্রতি কেজি সবজি মিলছে ১০ থেকে ৪০ টাকার মধ্যে। সবজির দাম কমে যাওয়ায় স্বস্তি পিরেছে ক্রেতাদের মনে।
রংপুরের লালবাগ, চকবাজার ও মর্ডান বাজার ঘুরে দেখা গেছে, সবজির মধ্যে প্রতি পিস বাঁধাকপি ১৫ টাকা ও ফুলকপি ১০ টাকা করে বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও এর দাম ছিল ২০ থেকে ৩০ টাকা। বিভিন্ন ধরনের বেগুন ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, শিম বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি দরে। মূলা ১০ টাকা কেজিতে আর মিষ্টিকুমড়া মান ভেদে ২০-৩০ টাকায় পাওয়া যাচ্ছে।
এছাড়া কাঁচামরিচের দাম ৮০ টাকা থেকে কমে ৫০ টাকা কেজিতে নেমেছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে। গাজর ৪০ টাকা এবং টমেটো ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।
ক্রেতারা বলেন, শীতকালে সবজির দাম প্রতিবছরই কমে। এবছর আরও সহজলভ্য হয়েছে। এখন ১০০ টাকার বাজার করলেই ব্যাগ ভরে যাচ্ছে। আগে ৩০০-৪০০ টাকার বাজার করলেও এতগুলো পাওয়া যেতো না। এখন বাজারের অধিকাংশ সবজির দাম কমে এসেছে। অল্প টাকাতে সবজি কিনতে পেরে আমরাও খুশি। এখন ইচ্ছে মতো বাজার করা যায়।
রংপুরের সবজি ব্যবসায়ীরা বলেন, এ বছর শীতের সবজির ফলন ভালো হয়েছে। আমরাও কম দামে কৃষকদের থেকে নিতে পারছি তাই অল্প লাভ করেই বিক্রি করতে পারছি।
বিক্রেতারা জানান, সরবরাহ বাড়ায় দামও কমেছে। আমরা কৃষকদের জমি থেকে সবজি এনে বিক্রি করি। এখন বাজার সস্তা। কম দামে সবজি পাওয়া যাচ্ছে, বিক্রিও হচ্ছে বেশি। সাধারণ জনগণ বাজার করেও স্বস্তি পাচ্ছে ।