
প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের বেতন ২০ শতাংশ বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ সোমবার স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ-এর আওতাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের বেসরকারি অবৈতনিক রেসিডেন্ট, নন-রেসিডেন্ট প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতার হার ২৫ হাজার টাকা থেকে ২০ শতাংশ বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণ করা হলো।

এই নতুন নির্ধারিত বেতন ২৩ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া একই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি অবৈতনিক রেসিডেন্ট, নন-রেসিডেন্ট প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতার হার আগামী ২০২৫-২৬ অর্থবছর থেকে ৩৫ হাজার টাকা নির্ধারণ করা হলো, যা আগামী ২০২৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।
এর আগে গতকাল রোববার বেতন ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগ অবরোধ করে স্লোগান দেন চিকিৎসকেরা। এতে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়ে নগরবাসী।
একই দাবিতে, ২২ ডিসেম্বরও শাহবাগ অবরোধ করেন এফসিপিএস প্রথম পর্ব পাস করা চিকিৎসকরা। পরে বেতন বাড়ানোর আশ্বাসে তা প্রত্যাহার করা হয়। মঙ্গলবার মাসিক ভাতা ৫ হাজার টাকা বাড়ানোর প্রজ্ঞাপন জারি হলেও তা প্রত্যাখ্যান করেন আন্দোলনরত চিকিৎসকেরা।