মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

ইসরায়েলি আগ্রাসনে উত্তর গাজার শেষ হাসপাতালটিও বন্ধ

 

ছবি: সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে যুদ্ধ-বিধ্বস্ত ফিলিস্তিনের উত্তর গাজার শেষ হাসপাতালটির কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। শুক্রবার সেখানকার কামাল আদওয়ান হাসপাতালটি পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জিজ্ঞাসাবাদের নামে ওই হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়াসহ বেশ কয়েকজন কর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী একটি তদন্তকেন্দ্রে নিয়ে গেছে। এরপর ইসরায়েলি সেনারা জোর করে হাসাপাতালের চিকিৎসা সুবিধা বন্ধ করে দেয়। এতে অনেক রোগী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ‘ইসরায়েলি অভিযানে কামাল আদওয়ান হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। হাসপাতালের কিছু গুরুত্বপূর্ণ বিভাগ মারাত্মকভাবে পুড়ে গেছে।’

ছবি: সংগৃহীত

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজার সর্বশেষ হাসপাতালটিতে হামলা চালিয়ে পুড়িয়ে দিয়েছে। হাসপাতালের অপারেটিং রুম ও জরুরি বিভাগ ধ্বংস হয়ে গেছে। হাসপাতালের সকল রোগী ও কর্মীসহ আনুমানিক ৩৫০ জনকে সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে। এতে গাজার উত্তর অঞ্চলের প্রধান চিকিৎসা কেন্দ্রটির সব চিকিৎসা সুবিধা বিচ্ছিন্ন হয়ে গেছে।

হাসপাতালের একটি সূত্রের বরাত দিয়ে আল জাজিরা বলছে, ইসরায়েলি বাহিনী হাসপাতালের চিকিৎসা সুবিধার বিভিন্ন অংশে আগুন দেওয়ায় হাসপাতালের অন্তত পাঁচজন কর্মী পুড়ে মারা গেছেন।

শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা উত্তর গাজার হাসপাতাল ও  আশেপাশে অভিযান চালাচ্ছে। কারণ হিসেবে বলেছে, হামাস শক্তিশালী ঘাঁটি হিসাবে হাসপাতালটিকে ব্যবহার করছে।

এদিকে, কামাল আদওয়ান হাসপাতালে অভিযানের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব ও জর্ডান। দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের অভিযান আন্তর্জাতিক আইনের সুষ্পষ্ট লঙ্ঘন।

এর আগে উত্তর গাজার বেইত লাহিয়া এলাকার কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালানোর কথা জানায় ইসরায়েলের সামরিক বাহিনী। তাদের দাবি, হাসপাতালটির হামাসের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল। এ অভিযোগ অস্বীকার করে হাসপাতাল পুড়িয়ে দেওয়ার ঘটনাকে ‘সুস্পষ্ট যুদ্ধাপরাধ’ বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

অন্যদিকে, ইহুদিদের নিয়ে হযরত ইউসুফ (আঃ)-এর পবিত্র সমাধিতে ঘুরে বেড়িয়েছে বর্বর ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে হামলা চালানোর পর হযরত ইউসুফ (আঃ)-এর সমাধিতে যা য় দখলদার ইসরায়লের সেনারা। ফিলিস্থিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ বলছে, হযরত ইউসুফ (আঃ)-এর সমাধির আশপাশে ইসরায়েলি সেনাদের অন্তত ৩০টি গাড়ি দেখা গেছে। ওই সমাধি ঘিরে ফিলিস্থিনি এবং ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়।

 

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...