
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব এএসএম বিয়াদ হাসান গৌরব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রশাসন অধিশাখার যুগ্মসচিব মো. আবদুছ সামাদ আল আজাদ। এ কমিটির সদস্য-সচিব করা হয়েছে উপসচিব মো. কামাল হোসেনকে। সদস্য হিসেবে আছেন– উপসচিব মোহাম্মদ সাইদুর রহমান, সিস্টেম এনালিস্ট সুকান্ত বসাক, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার এ.এস.এম. মেহরাব হোসেনকে।
তদন্ত কমিটির কার্যপরিধিতে বলা হয়, অগ্নিকান্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্পদের (আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী ও অন্যান্য) ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ। কমিটি প্রয়োজনে যেকোনো সদস্য কো-অপ্ট করতে পারবে। ভবিষ্যতের যেকোনো দুর্ঘটনার ফলে উদ্ধৃত ক্ষয়ক্ষতি রোধকল্পে করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট সুপারিশ প্রদান। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।