সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মোহাম্মদ লিয়াকত আলী লাকীসহ ৩৭ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহীম মিয়া আজ সোমবার এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
শাহরিয়ার আলম, তাঁর স্ত্রী সিলভিয়া পারভীন, ছেলে সাদমান শাহরিয়ার ও আহনাফ শাহরিয়ারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন। সাঈদ খোকন, তাঁর মা শাহানা হানিফ, স্বজন ফারহানা সাঈদ ও জাবেদ আহমেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মাসুদুর রহমান। শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মোহাম্মদ লিয়াকত আলী লাকীসহ ২৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম।
নিষেধাজ্ঞা দেওয়া অপর ২৩ জন হলেন জাহাঙ্গীর হোসেন চৌধুরী, আল মামুন, হামিদুর রহমান, সুদীপ্তা চক্রবর্তী, হাসান মাহমুদ, বুনা লায়লা মাহমুদ, সামিরা আহমেদ, রহিমা খাতুন, মাহাবুবুর রহমান, মীন আরা পারভীন, প্রিয়াংকা সাহা, নারায়ণ দেব লিটন, মোহাম্মদ জিয়াউল আবেদীন, লায়লা ইয়াসমিন, মিফতাহুল বিনতে মাসুক, আলকা দাশ প্রাপ্তি, সুমাইতাহ তাবাসসুম খানম, রোকসানা আক্তার রূপসা, আবদুল্লাহেল রাফি তালুকদার, সোহানুর রহমান, আবিদা রহমান, মোহনা দাস ও রুবেল মিয়া।
সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়েও আবেদন করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম এই আবেদন করেন।
এছাড়া হোটেল রিজেন্সির পরিচালক কবির রেজা, তাঁর স্ত্রী রোকেয়া খাতুন, পরিচালক আরিফ মোতাহার ও তাঁর স্ত্রী নাজমা আরিফের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এই চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মেফতাহুল জান্নাত।