বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গেছেন। গুমের বিষয়ে অভিযোগ দিতে এবং অভিযোগ দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে রোববার (২২ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
পরে তিনি সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে আমি সাত মাস গুম ছিলাম। সে বিষয়ে কীভাবে অভিযোগ দেওয়া যায় তা নিয়ে কথা বলতেই ট্রাইব্যুনালে এসেছিলাম। এ সময় গুমের বিষয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের ইঙ্গিত দেন তিনি।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় হুম্মাম কাদের চৌধুরীর বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর করা হয়।