সালমান বিন রশিদ শাহ সাইম ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি ফ্লাইট এক্সপার্টের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা।
গত রোববার (১৫ ডিসেম্বর) ডিসিসিআই অডিটরিয়ামে অনুষ্ঠিত ৬৩তম বার্ষিক সাধারণ সভায় সালমান বিন রশিদ ও নবনির্বাচিত অন্য পরিচালকেরা ২০২৫-২৭ মেয়াদে তাঁদের দায়িত্ব গ্রহণ করেন।
নবনির্বাচিত অন্য পরিচালকেরা হলেন এনামুল হক পাটওয়ারী, মো. মোস্তফা কামাল, মিনহাজ আহমেদ, মোহাম্মদ জমশের আলী ও রাশেদ মাইমুনুল ইসলাম। একই সভায় তাসকীন আহমেদ ২০২৫ সালের সভাপতি হিসেবে নির্বাচিত হন এবং রাজীব এইচ চৌধুরী ও মো. সালিম সুলেমান যথাক্রমে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এ প্রসঙ্গে সালমান বিন রশিদ শাহ সাইম বলেন, ‘রেমিট্যান্স আমাদের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ, তবে দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি ব্যবসায়িক সম্প্রদায়। এ পরিপ্রেক্ষিতে একটি সমৃদ্ধ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। ডিসিসিআইয়ের পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট সব পক্ষ এ লক্ষ্য পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।
দেশের অর্থনীতি ও ব্যবসায়িক খাতের সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেগুলো মোকাবিলায় ডিসিসিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ জানান নবনির্বাচিত এই পরিচালক।