টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে হামলায় তাবলিগ জামাতের চার মুসল্লি নিহতের ঘটনায় সাদপন্থি নেতা মুয়াজ বিন নূরের (৪০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন গাজীপুর চিফ মেট্রোপলিটন।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর আল মামুন রিমান্ড মঞ্জুর করেন। গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ইজতেমা ময়দানে হত্যা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ সাদপন্থীদের মুখপাত্র মুয়াজ বিন নূরকে আদালতে তুলে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালতের বিচারক শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২০ ডিসেম্বর ভোর ৪টার দিকে মুয়াজ বিন নূরকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। মোয়াজ বিন নুর উত্তরার ৭নং সেক্টরের বাসিন্দা। তার বাবার নাম মৃত নুর মোহাম্মদ।
এর আগে গত ১৮ ডিসেম্বর তুরাগ তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষে জড়ায় যুবায়ের ও সাদপন্থীরা। এতে চারজন নিহত হন। আহত হন শতাধিক।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মাওলানা জুবায়েরের অনুসারী নেতা এসএম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। এতে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকশ জনকে আসামি করা হয়।