বরগুনায় দেশীয় অস্ত্র হাতে আওয়ামী লীগ নেতার ১৭ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই নেতা হলেন বরগুনা জেলা শ্রমিক লীগের সহসভাপতি এবং সদর উপজেলার তিন নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া।
১৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি ঘরের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে উত্তেজিত হয়ে বাকবিতণ্ডা করছেন শ্রমিক লীগ নেতা গোলাম কিবরিয়া। এ সময় তার সামনে উপস্থিত কয়েকজনের ওপর ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র (চাকু) নিয়ে তাদের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করেন। পরে সেখানে থাকা কয়েকজন কিবরিয়াকে বাধা দেয়।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়ে। বরগুনা পৌরশহরের ওই নেতার নিজ বাসভবনের মধ্যেই ভিডিওটি ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বরগুনা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. তালিমুল ইসলাম পলাশ বলেন, কিবরিয়া এক সময় জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। দুই দলের চরিত্রই সন্ত্রাস করা, লুটপাট দখলবাজি করা। তার যে ভিডিওটি আমরা দেখেছি এটি একটি সন্ত্রাসীমূলক কার্যক্রম এবং অত্যন্ত নিন্দনীয়। আইনের আওতায় এনে যথাযথ বিচারের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাই।
এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম বলেন, যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।