সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শীতকাল

ট্রেন্ডিং টপিক

বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর...

ব্রাজিলে ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে একই পরিবারের দশজনের মৃত্যু

ব্রাজিলের দক্ষিণাঞ্চলের রিও গ্রান্দে দো-সুল রাজ্যের গ্রামাডোয় উড়োজাহাজ বিধ্বস্ত...

বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত উপদেষ্টা হাসান আরিফ

অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান ও পর্যটন উপদেষ্টা এ এফ...

সরকারি প্রতিষ্ঠান থেকে দেশি-বিদেশি অস্ত্র ও মাদক উদ্ধার

ময়মনসিংহের একটি সরকারি প্রতিষ্ঠান থেকে বেশ কিছু দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র...

সরকারি গাছ কাটা নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ করছেন আ.লীগ-বিএনপি নেতারা

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীর পান্টি-খোর্দ্দ ভালুকা সড়কের কবরস্থান সংলগ্ন পাড়কমোড় এলাকার পাকড় বৃক্ষটি প্রকাশ্যে কেটে নেওয়া হয়েছে। মাস খানেক আগে একই এলাকা থেকে প্রায় লাখ টাকা মূল্যের আরও তিনটি কাঁঠাল গাছ কাটা হয়েছে। এসব বৃক্ষ নিধনের পেছনে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।

যদিও গাছ কাটা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা পাল্টাপাল্টি অভিযোগ করছেন। বিএনপির নেতারা বলছেন, পান্টি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি তাইজাল বিশ্বাস প্রায় ১৫ হাজার টাকা মূল্যের সরকারি সড়কের পাকড় গাছটি বিক্রি করেছে। সেই অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা তাইজাল বলেন, ওই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহির উদ্দিন প্রকাশ্যে গাছ কেটে নিচ্ছেন।

অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা তাইজাল বিশ্বাস বলেন, বিএনপি নেতা জহির উদ্দিন, আত্তাফ উদ্দিন ও শফি উদ্দিনের নেতৃত্বে গাছ কাটা চলছে। মাসখানেক আগেও তারা প্রায় এক লাখ টাকা মূল্যের তিনটি কাঁঠাল গাছ কেটে নিয়েছেন। বিএনপি নেতা জহির উদ্দিন বলেন, আওয়ামী লীগ নেতা তাইজাল বিশ্বাস প্রায় ১৫ হাজার টাকা মূল্যের সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছেন। তিনি গাছ কাটতে বাধা দিয়েছেন।

এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকরা বলেন, পাকড় গাছটি তাইজাল বিক্রি করেছে। আপনি তার সঙ্গে কথা বলুন। এ কথা বলেই তারা গাছের কাটা অংশ নিয়ে দ্রুত সটকে পড়েন। প্রকাশ্যে গাছ কাটা হলেও প্রতিবেদকের সঙ্গে স্থানীয়রা কথা বলতে রাজি হননি।

শনিবার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, ডাকুয়া নদীর কূল-ঘেঁষে পান্টি বাজার-খোর্দ্দ ভালুকা সড়ক। সড়কের পাশেই ৩০-৩৫ বছর বয়সী পাকড় গাছ। গাছটি কেটে কয়েকজন শ্রমিক মিলে ডালপালা নিয়ে যাচ্ছে বিভিন্ন ইটভাটায়। শ্রমিকদের পরিচয় জানা যায়নি। পাকড় গাছ থেকে প্রায় ১০০ মিটার দূরে নদীপাড়ের আরও তিনটি কাঁঠাল গাছ কাটা হয়েছে। সেখানে পড়ে আছে গাছগুলোর গোড়ার অংশ।

এদিকে বিএনপি নেতাদের পক্ষে সাফাই গাইলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পান্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান। তিনি বলেন, বিএনপির নয়, দেশের এই পরিস্থিতিতেও আওয়ামী লীগ নেতা তাইজাল সরকারি গাছ কাটছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, সরকারি গাছ কর্তনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত জুলকারনাইনের মরদেহ উত্তোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়ার ১৪০ দিন পর ময়নাতদন্তের...

চাঁদপুরে জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার

চাঁদপুরের মেঘনায় থেমে থাকা একটি মালাবাহী জাহাজ থেকে ৫...

দ্রুত নির্বাচন না হলে ষড়যন্ত্র বাড়বে: রিজভী

দ্রুত নির্বাচন না হলে ষড়যন্ত্র বাড়বে বলে মন্তব্য করেছেন...