মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত

ছবি: সংগৃহীত

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল এটি। এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে আজ শনিবার হালকা বৃষ্টি হচ্ছে। তবে এর প্রভাবে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপের প্রভাবে দেশের চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দিয়েছে আবহাওয়া অফিস।

আজ শনিবার সকাল থেকে ঢাকার আবহাওয়া কুয়াশাচ্ছন্ন। সকালে রোদ ওঠেনি। শীতের প্রকোপও খুব বেশি নয়। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় বাতাসে জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় এবং ধুলা-ধোঁয়া মিলেমিশে খুবই অস্বাস্থ্যকর হয়ে উঠেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আজ আরও বিস্তৃত হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। তিন দিন ধরে এটি সাগরে অবস্থান করায় প্রচুর মেঘমালা তৈরি হচ্ছে। দেশের উপকূলীয় এলাকায় আজ শুরু হওয়া বৃষ্টি আগামীকাল রোববারও দেশের বিভিন্ন স্থানে চলতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শনিবার থেকে উপকূলীয় এলাকাগুলো দিয়ে মেঘ দেশের মধ্যাঞ্চল পর্যন্ত চলে আসতে পারে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে দিনের আকাশ মেঘ ও কুয়াশায় ঢেকে যেতে পারে। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সেই সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে ঘন কুয়াশা।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দিনে আকাশে মেঘ থাকলেও কোথাও কোথাও রোদের দেখা পাওয়া যেতে পারে। তবে উপকূলে রোদ কম উঠতে পারে।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, শীতকালে স্থানীয় উৎস এবং সাগর থেকে মেঘ সৃষ্টি হতে পারে। ফলে সামান্য হলেও শীতকালে বৃষ্টি হয়ে থাকে। তবে সাগরের সুস্পষ্ট লঘুচাপের কারণে ওই বৃষ্টি কিছুটা বেশি হতে পারে। বৃষ্টি ও মেঘ চলে যাওয়ার পর ধীরে ধীরে আবারও শীত বাড়তে পারে।

আবহাওয়া দপ্তর বলছে, এরই মধ্যে বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় সারা দেশে তাপমাত্রা কিছুটা বেড়েছে। দেশের কোথাও এখন আর শৈত্যপ্রবাহ নেই। মানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপর রয়েছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল।

এদিকে কুয়াশা বেড়ে যাওয়ায় গতকাল বিকেল থেকে রাজধানীর বাতাস দ্রুত ‘অস্বাস্থ্যকর’ থেকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হয়ে ওঠে। বৈশ্বিক বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজ্যুয়ালের পর্যবেক্ষণ অনুযায়ী গতকাল বিকেল থেকে রাজধানীর বাতাস খুবই অস্বাস্থ্যকর অবস্থায় ছিল। বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে ঢাকা বেশির ভাগ সময় শীর্ষ তিনে অবস্থান করছিল। দূষিত শহরের মধ্যে শীর্ষ তিনে থাকা অন্য শহর দুটি ছিল পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি।

 

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...