ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকীন আহমেদ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নতুন সভাপতি হয়েছেন। একই সঙ্গে রাজীব এইচ চৌধুরী ও মো. সালিম সোলায়মানকে যথাক্রমে ঊর্ধ্বতন সহসভাপতি ও সহসভাপতি হিসেবে বেছে নিয়েছে ব্যবসায়ীদের সংগঠনটি। ঢাকা চেম্বারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
আজ রোববার ডিসিসিআই অডিটরিয়ামে চেম্বারের ৬৩তম বার্ষিক সাধারণ সভায় তাসকীন আহমেদকে আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে দায়িত্বভার প্রদান করা হয়।
ডিসিসিআইয়ের নবনির্বাচিত অন্য পরিচালকেরা হলেন—এনামুল হক পাটোওয়ারী, মো. মোস্তফা কামাল, মিনহাজ আহমেদ, মোহাম্মদ জমশের আলী, রাশেদ মাইমুনুল ইসলাম এবং সালমান বিন রশিদ শাহ সায়েম।
নবনির্বাচিত ঊর্ধ্বতন সহসভাপতি রাজীব এইচ চৌধুরী ডিফেন্স ডায়নামিক্স এন্টারপ্রাইজ, আর্কো কোল্ড স্টোরেজ, ওয়াচেস ওয়ার্ল্ড এবং মাইক্রোসেক ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে নতুন সহসভাপতি মো. সালিম সোলায়মান ম্যাসনস পলিমার করপোরেশন, লালবাগ মেটাল ইন্ডাস্ট্রিজ ও চ্যাম্পিয়ন অ্যান্ড ম্যাসনসে ব্যবস্থাপনা পরিচালক এবং স্যামসন্স কর্পোরেশনের স্বত্বাধিকারী।