ব্রিসবেনের গ্যাবায় বোর্ডার-গাভাস্কার সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাচের দ্বিতীয় দিনে হেডের সেঞ্চুরিতে ড্রাইভিং সিটে অজিরা। ক্রিজে তখন ৯৮ রান নিয়ে ব্যাট করছেন ট্রাভিস হেড। যশপ্রীত বুমরার লো ফুল টস বলটি মিড উইকেট পাঠিয়ে দুই রান নিয়ে হেড পৌঁছে যান তিন অঙ্কে।
অ্যাডিলেড টেস্টে ১৪০ রানের ইনিংস খেলা হেড আজ টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরিটি পেলেন ১১৫ বলে। এই ইনিংসে ছিল ১৩টি চার। ঠিক আগের ম্যাচে তিন অঙ্কের ইনিংস খেললেও ব্রিসবেনে হেডের সেঞ্চুরি এসেছে টানা তিনটি ডাক মারার পর। মজার ব্যাপার, এ মাঠে খেলা সর্বশেষ তিন টেস্ট ইনিংসেই শুন্য রানে আউট হয়েছিলেন; প্রতিবারই প্রথম বলে।
হেডের এই সেঞ্চুরিতে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনটা পুরোপুরিই অস্ট্রেলিয়ার। এই সেশনে ২৭ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে অজিরা তুলেছে ১৩০ রান। সেঞ্চুরিয়ান হেডের সাথে ৬৫ রানে অপরাজিত থেকে চা বিরতিতে গেছেন স্টিভেন স্মিথ।
ট্রাভিস এ বছরের জানুয়ারিতে কিং পেয়ার পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তার আগে ২০২২ সালের ডিসেম্বরে ০ রানে আউট হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে। এক পঞ্জিকাবর্ষে একই মাঠে কিং পেয়ার ও সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান হেড।