ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে টাইগারদের ধুয়ে দিয়েছে ক্যারিবীয়রা। প্রথম দুই ম্যাচ হেরে অধিনায়ন মেহেদী মিরাজ দোহায় দিয়েছিলেন- ব্যাটিং উইকেটে রান কম করায় হেরেছে বাংলাদেশ। অথচ শেষ ম্যাচে ৩২১ রান করেও ঠেকানো যায়নি হোয়াইটওয়াশ।
সিরিজের শেষ ম্যাচে উইন্ডিজের সাথে চার উইকেটে হারে বাংলাদেশ। দলের চার-চারজন ব্যাটারের ফিফটি ক্যারিবীয় সাগরের নোনা জলে ভাসিয়ে ঠিকই জয়ের উৎসব করেছে স্বাগতিকরা। সেন্ট কিটসের পড়ন্ত বিকেলে যখন উইন্ডিজরা বিজয় উদযাপন করছিল, তখন মাহমুদউল্লাহদের নতশিরে মাঠ ছাড়ার দৃশ্য হৃদয় ভেঙেছে সমর্থকদের।
২০১৮ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সব কন্ডিশনে টানা ১১টি ওয়ানডে ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। ২০২৩ সালের বিশ্বকাপ থেকে ওডিআইতে ভালো খেলছে না বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ দিয়ে চলতি বছরের আন্তর্জাতিক ক্যালেন্ডার শেষ করল টাইগাররা।
বিদায়ী বছরে নিজেদের পছন্দের সংস্করণেও এ বছর ভালো করতে পারেনি টিম টাইগার। ৯ ম্যাচ খেলে জিতেছে তিনটিতে। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল মার্চে। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে আফগানদের কাছে। আর বছরের শেষটা হলো হোয়াইটওয়াশের দগদগে ক্ষত দিয়ে। এই সমীকরণ নিয়েই আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ।