
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা সাক্ষাৎ করেছেন।
গতকাল বুধবার প্রধান বিচারপতির কার্যালয়ে কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎ করেন সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা। কমিশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সৌজন্য সাক্ষাৎকালে কমিশনের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে সংবিধান ও বিচারব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে কীভাবে বিচারকাজকে হস্তক্ষেপমুক্ত করা যায় এবং বিচারকে সহজে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে প্রধান বিচারপতি ও কমিশনের সদস্যরা মতবিনিময় করেন।
ওইদিন কমিশনের সদস্য ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, শরীফ ভূঁইয়া, এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ ও মো. মুসতাইন বিল্লাহ উপস্থিত ছিলেন ।