বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় আটকে পড়া বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী আন্তদেশীয় ‘মিতালি এক্সপ্রেস’ ট্রেনটি অবশেষে পাঁচ মাস পর আজ ভারতে ফিরেছে। তবে আন্তদেশীয় এই ট্রেনের পরিষেবা আবার কবে চালু হবে, তা অনিশ্চিতই থেকে গেছে।
আজ সকালে বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি সীমান্ত দিয়ে মিতালি এক্সপ্রেস ভারতের ভেতরে প্রবেশ করে। এ সময় বাংলাদেশ রেলওয়ের একটি ইঞ্জিন সেটিকে পৌঁছে দিয়ে আবার চিলাহাটিতে ফিরে আসে। চারটি এসি বার্থ, চারটি এসি চেয়ার কার, ব্রেক ভ্যানসহ দুটি পাওয়ার কার ভারতকে বুঝিয়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন, চিলাহাটি স্টেশনের স্টেশনমাস্টার হায়দার আলী।
জানা গেছে, আজ ভারতের নিউ জলপাইগুড়িতে ফিরেছে ট্রেনটি। পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের নিয়ে ট্রেনটি দুদেশে চলাচল করত।
পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্র জানিয়েছে, আজ বুধবার সকালে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নীলফামারীর চিলাহাটি দিয়ে ভারতের হলদিবাড়ি প্রবেশ করে ট্রেনটি। এর আগে গত ১৭ জুলাই ট্রেনটি যাত্রী নিয়ে নিউ জলপাইগুড়ি থেকে ঢাকায় রওনা দিয়েছিল। বরাবরের মতো ট্রেনটি ভারতের হলদিবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশের চিলাহাটি হয়ে ঢাকায় প্রবেশ করে। কিন্তু দেশের অস্থিতিশীল প্রেক্ষাপটে তৎকালীন হাসিনা সরকারের বিরুদ্ধে চলা আন্দোলনে আটকে যায় ট্রেনটি।
উল্লেখ্য, ১৯৬৫ সালের পর ২০২২ সালের ১ জুন হলদিবাড়ি-চিলাহাটি রুটে ভারত-বাংলাদেশের মধ্যে মিতালি এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছিল। ৫৭ বছর পর আবার চালু হওয়া মিতালি এক্সপ্রেসটির ভবিষ্যৎ এবার কোন পথে তা একরকম অনিশ্চিতই বলা চলে।