জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা বাজারে বাসে তল্লাশি চালিয়ে এক যুবকের কাছ থেকে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ওই যুবককে স্বর্ণের বারসহ আটক করা হয়।
আটক যুবকের নাম বাবু ওরফে বাবুল (২৫)। তিনি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার আজিমপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, যাত্রীবাহী অরিন ট্রাভেলস নামের একটি বাস ঢাকা থেকে দিনাজপুরের হিলি যাচ্ছিল। পথে পাঁচবিবির বাগজানা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই যুবকের স্যান্ডেলের ভেতর থেকে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ওই বারগুলোর আনুমানিক দাম প্রায় ৬২ লাখ টাকা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর করা হবে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওসার আলী বলেন, স্বর্ণের বারসহ একজন আটক আছে বলে জেনেছি। তাকে থানায় হস্তান্তর করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।