‘মুরাদনগর উপজেলা বিসিএস ক্যাডার অফিসার্স ফোরাম’-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মাহমুদুল হোসাইন খান এবং সম্পাদক হিসেবে খন্দকার নূরুল হক-এর নাম ঘোষণা করা হয়েছে।
চলতি সপ্তাহের প্রথম দিন শনিবার (০৭ ডিসেম্বর) রাজধানী ঢাকার বনানী ক্লাব-এ বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর মুরাদনগর উপজেলার কর্মকর্তাদের এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতির প্রেস সচিব (সরকারের সচিব) মোঃ জয়নাল আবেদীন-এর সভাপতিত্বে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ.কে.এম নেছার উদ্দিন ভূঁইয়া ২০২৫-২০২৬ সালের ০২ (দুই) বছর মেয়াদী ‘কার্যনির্বাহী পরিষদ’-এর ২১ (একুশ) সদস্যের নাম ঘোষনা করেন।
ওই দিনের সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সমর্থনে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভাপতি ও সাধারণ সম্পাদক :
সভায় ২০২৫-২০২৬ সনের ০২ (দুই) বছর মেয়াদী কার্যনির্বাহী পরিষদ’-এর সভাপতি হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব ও বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের অফিসার মোঃ মাহমুদুল হোসাইন খান এবং সাধারণ সম্পাদক হিসেবে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২২তম ব্যাচের অফিসার ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (যুগ্মসচিব) খন্দকার নূরুল হক নির্বাচিত হন।
‘কার্যনির্বাহী পরিষদ’-এর অন্যান্য সদস্য:
‘সহ-সভাপতি’ হিসেবে মোঃ মুহিদুল ইসলাম (প্রশাসন)১৫তম ব্যাচ এবং সাগর বিকাশ ভৌমিক (সাধারণ শিক্ষা), ১৮তম ব্যাচ; ‘যুগ্ম-সাধারণ সম্পাদকহিসেবে মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান (প্রশাসন), ২৭তম ব্যাচ; কোষাধ্যক্ষ’ হিসেবে মো: জহিরুল ইসলাম (খাদ্য)২৭তম ব্যাচ; সাংগঠনিক সম্পাদকহিসেবে মোহাম্মদ ইব্রাহিম খলিল (সাধারণ শিক্ষা), ২৫তম ব্যাচ; ‘দপ্তর সম্পাদক’ হিসেবে মোঃ জোবায়ের খাঁন (সাধারণ শিক্ষা), ৩২তম ব্যাচ; ‘সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক’ হিসেবে তাসলিমা আক্তার, (সাধারণ শিক্ষা), ৪০তম ব্যাচ; ‘ফোরামের সদস্যদের কল্যাণ বিষয়ক সম্পাদক’ হিসেবে শাহেদ আহমেদ (কাস্টমস), ২৯তম ব্যাচ; ‘উপজেলাবাসীর কল্যাণ (স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান) সম্পাদক’ হিসেবে ডা. কামরুন নাহার ভূঁঞা (পরিবার পরিকল্পনা), ২০১৬ ব্যাচ; ‘যোগাযোগ ও আইসিটি সম্পাদক’ হিসেবে মোঃ নাজিমউদ্দিন (সাধারণ শিক্ষা), ৩৬তম ব্যাচ; নির্বাহী সদস্য’ হিসেবে মো: আবুল কালাম (গণপূর্ত), ১৫তম ব্যাচ; মো: বোরহান উদ্দিন (রেলওয়ে ইঞ্জিনিয়ারিং), ২০তম ব্যাচ; মোঃ মনিরুল আলম (প্রশাসন), ২১তম ব্যাচ; মোহাম্মদ আবদুল আউয়াল সরকার (বন), ২২তম ব্যাচ; কাজী ফররুখ আহাম্মদ (অডিট এন্ড একাউন্টস), ২২তম ব্যাচ; মাহফুজ্জামান সরকার (পুলিশ), ৩১তম ব্যাচ; মোঃ মেহেদী হাসান (সাধারণ শিক্ষা), ৩৬তম ব্যাচ; মোঃ মশিয়ুর রহমান (প্রশাসন), ৪০তম ব্যাচ এবং মোঃ মাহবুব রহমান (পররাষ্ট্র), ৪৩তম ব্যাচ নির্বাচিত হন।
দিনব্যাপী অনুষ্ঠিত মুরাদনগর উপজেলা বিসিএস ক্যাডার অফিসার্স ফোরাম’-এর এই বার্ষিক সাধারণ সভায় শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।