নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতাদের বহন করা গাড়িতে হামলা ও ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজন আটক হয়েছেন। আজ সোমবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ার চর এলাকা থেকে পুলিশ তাঁকে আটক করে।
প্রসঙ্গত, গতকাল রোববার রাত দুইটার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। ওই পথ ব্যবহার করে বান্দরবানের লামা যাচ্ছিলেন ছাত্রনেতারা। আজ বিকেল চারটা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
এ সম্পর্কে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারী গণমাধ্যমকে বলেন, ‘ঘটনার সঙ্গে সঙ্গেই আমরা চারপাশে অভিযান চালাই। ঘটনাস্থলের কাছ থেকে একজন তালিকাভুক্ত ছিনতাইকারীকে আমরা সন্দেহভাজন হিসেবে আটক করেছি। তাঁকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে তাঁর পরিচয় গোপন রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের প্রাথমিক তদন্ত বলছে, এটা রাজনৈতিক হামলা নয়। তবু আমরা সব কটি বিষয় বিবেচনায় রেখে তদন্ত চালাচ্ছি।`
ছাত্রনেতাদের দাবি, তাঁদের মুঠোফোনসহ টাকা ও মূল্যবান সামগ্রী হামলাকারীরা ছিনিয়ে নিয়েছেন। তদন্তের স্বার্থে পুলিশ চিন্তায় হওয়া মুঠোফোনগুলোর নম্বর চেয়েছিল। কিন্তু তাঁরা যে দুটো নম্বর দিয়েছেন, সেগুলো আগে থেকেই অব্যবহৃত বলে জানান পুলিশের এই কর্মকর্তা।