মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

বিজয় দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে ব্যবসায় ভ্যাট পেশাজীবীর গুরুত্ব নিয়ে সেমিনার

ছবি : সংগৃহীত

দেশের ভ্যাট ব্যবস্থাকে রাজস্ব ও ব্যবসা বান্ধব করে গড়ে তুলতে এর সহজীকরণ প্রয়োজন। মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট ব্যবস্থাপনার আধুনিকায়নের মাধ্যমে এ খাতের উন্নয়ন সম্ভব হবে। আর এজন্য প্রয়োজন স্মার্ট ভ্যাট কাঠামো, যেখানে তথ্যপ্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মহান বিজয় দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে ভ্যাট ব্যবসায়ীবান্ধব করা এবং এ সংক্রান্ত আইনের খুঁটিনাটি নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। দ্য রিয়েল কনসালটেশন তাদের কার্যালয়ে এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে মূল বক্তব্য তুলে ধরেন ভ্যাটবন্ধু হিসেবে খ্যাত দ্য রিয়াল কনসালটেশনের (টিআরসি) প্রতিষ্ঠাতা ও প্রধান পরামর্শক মো. আলিমুজ্জামান। সভাপতিত্ব করেন ভ্যাট কনসালটেন্ট মাসুদুর রহমান এফসিএ। প্রধান অতিথি উপস্থিত ছিলেন হাতিল কমপ্লেক্স লিমিটেডের পরিচালক মাহফুজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যাট কর্মকর্তা, ভ্যাট কনসালটেন্ট এবং দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা।

মো. আলিমুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, একজন দক্ষ ভ্যাট পেশাজীবীই পারে সঠিক ভ্যাট ব্যবস্থাপনার দ্বারা ব্যবসায়ের উন্নয়ন, সরকারের সঠিক ভ্যাট প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করতে। সেটা তিনি কোনো প্রতিষ্ঠানে চাকরিজীবী বা ভ্যাট কনসালটেন্ট হোন না কেন।

তিনি আরও বলেন, ‘উন্নত দেশগুলোতে ভ্যাট কনসালটেন্টরা অথরিটির সাথে মূল বার্গেনিং গ্রুপ হিসেবে কাজ করে। যারা ব্যবসায়ী ও সরকারি সংস্থাগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে। বাংলাদেশের প্রেক্ষাপটে ভ্যাট কনসালট্যান্ট গ্রুপ তৈরি হয়নি বলে ব্যবসায়ী ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মধ্যে আস্থার সংকট সৃষ্টি হয়েছে।` যা ন্যায্য ভ্যাট আদায়ের মূল প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করেন তিনি।

এ সময় ভ্যাট প্রফেশনালদের কাজের দক্ষতা, ব্যবসায় ভ্যাট ব্যবস্থাপনা ও জাতীয় রাজস্ব বোর্ডের অডিট কার্যক্রম সহজ করার লক্ষ্যে ভ্যাট প্রোফেশনাল গাইড লাইন তৈরির পরামর্শ দেন টিআরসি’র লিড কনসালট্যান্ট মো. আলীমুজ্জামান। এ সময় তিনি একটি গাইড লাইন উপস্থাপনও করেন।

সেমিনারে ব্যারিস্টার ফয়েজ আহম্মেদ বলেন, ‘নতুন পণ্য উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে আইনের বিধান অনুযায়ী ফরম মূসক ৪.৩ যথাসময়ে দাখিল করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু নতুন পণ্যের ক্ষেত্রে বর্ধিত সময়সীমা প্রযোজ্য হবে না বলা আছে। আইনের এই বিষয়গুলো নিয়ে সবার পরিস্কার ধারনা থাকা প্রয়োজন। আবার, মূসক ৪.৩ মূল্য ঘোষণা কী না তা নিয়েও অনেকে বিতর্ক তুলেন।`

ভ্যাট কনসালটেন্ট আহসান হাবিব তাঁর আলোচনায় সুপারসপের ভ্যাট, নিবন্ধনে বিলম্বের বিভিন্ন বিষয়, পাঁচ বছর অ্যানুয়াল ভ্যাট অডিট রিপোর্টার হেড অনুসারে ভ্যাট, আইন জটিলতাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান বলেন, ‘নন-কমপ্লায়েন্স প্রতিষ্ঠানের সাথে ব্যবসায় করা কত কঠিন। বিজয় দিবসের অঙ্গীকার হোক- ভ্যাটের পরিধি বৃদ্ধি করে অধিক ভ্যাট আদায়ের পদ্ধতি সর্ম্পকে এনবিআরকে পরামর্শ দেয়া।`

মাসুদুর রহমান এফসিএ সভাপতির ভাষণে বলেন, ‘ব্যবসা ও অ্যাকাউন্টস সিস্টেম যদি ভ্যাট কমপ্লায়েন্সের সাথে অমিল থাকে, তাহলে ভ্যাট হয়রানি মুক্ত ব্যবসা করা যাবে না। এনবিআরকে সহযোগিতা করা ছাড়া ভ্যাট আদায়ের পরিধি বাড়ানো সম্ভব নয়।`

সেমিনারে উপস্থিত সবার সম্মতিক্রমে ভ্যাট প্রফেশনালদের নিয়ে একটি ফোরাম গঠন করার সিদ্ধান্ত হয়।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...