মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শীতকাল

ট্রেন্ডিং টপিক

‘ডাক’ মারাতেই মিল চিরবৈরি ভারত-পাকিস্তানের

তিন ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকাতে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করেছে...

বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর...

ব্রাজিলে ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে একই পরিবারের দশজনের মৃত্যু

ব্রাজিলের দক্ষিণাঞ্চলের রিও গ্রান্দে দো-সুল রাজ্যের গ্রামাডোয় উড়োজাহাজ বিধ্বস্ত...

বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত উপদেষ্টা হাসান আরিফ

অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান ও পর্যটন উপদেষ্টা এ এফ...

বাশারবিরোধীদের উল্লাসের সাথে চলছে ইসরায়েলি আগ্রাসন

ছবি: সংগৃহীত

সিরিয়ায় স্মরণকালের ভয়াবহতম বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত রোববার বাশার আল-আসাদ সরকারের পতনের পর রাজধানী দামেস্কসহ বিভিন্ন শহরে এ পর্যন্ত ৩১০টি লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে। সিরিয়ার সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা, অস্ত্রাগার, বিস্ফোরক মজুতের স্থান, বিমানবন্দর, নৌঘাঁটি ও গবেষণা কেন্দ্রকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

ইসরায়েল বলছে, কট্টরপন্থিদের হাতে যাতে অস্ত্র না যায়, সে জন্য তারা হামলা চালাচ্ছে। এ অবস্থায় প্রকৌশলী ও রাজনীতিক মোহাম্মদ আল বশিরকে প্রধানমন্ত্রী করে গঠিত হয়েছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার। আগামী ১ মার্চ পর্যন্ত এ সরকার কার্যকর থাকবে।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এসওএইচআরের উদ্ধৃতি দিয়ে গতকাল মঙ্গলবার বিবিসি জানায়, গত দু’দিনে রাজধানী দামেস্ক ছাড়াও আলেপ্পো ও হামায় ৬০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে। এতে কিছু ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

এসওএইচআরের প্রতিষ্ঠাতা রামি আব্দুল রহমান বলেন, এসব হামলার মাধ্যমে সিরিয়ার সামরিক বাহিনীর পুরো সামর্থ্যকে নষ্ট করে দেওয়া হচ্ছে। সিরিয়ার সার্বভৌমত্বেরও লঙ্ঘন হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, লাতাকিয়ায় সিরিয়ার নৌবাহিনীর একাধিক জাহাজ ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে।

আসাদ সরকারের পতনের পরপরই রোববার সীমান্তের বাফার জোনের দখল নেয় ইসরায়েল। সোমবার খবর বের হয়, ট্যাঙ্ক নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ দামেস্কের দিকে এগোচ্ছে। পরে আইডিএফ এ দাবি অস্বীকার করে। সৌদি আরব, কাতার, মিসর এ আগ্রাসনের নিন্দা জানিয়েছে। সৌদি আরব বলেছে, এ ধরনের কর্মকাণ্ড সিরিয়ার স্থিতিশীলতা অর্জনের পথ আটকে দেবে। কাতার বলেছে, অস্থিতিশীলতার সুযোগ নিচ্ছে ইসরায়েল।

এ অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে সিরিয়ার নতুন প্রশাসন। প্রথমবারের মতো গতকাল রাজধানী দামেস্কে ব্যাংকগুলো পুনরায় খুলেছে। সে সঙ্গে খুলছে ব্যবসা প্রতিষ্ঠানও। সড়কে ফিরেছে গাড়ির বহর। থেমে নেই বিজয়ের উদযাপন। রাস্তায় নেমে উল্লাস করছেন সিরিয়ার বাসিন্দারা। দেশের বাইরেও নাগরিকদের উল্লাস দেখা গেছে।

সিএনএন জানায়, ক্ষমতাচ্যুত বাশার আল-আসাদ সরকারের আমলে সিরিয়ার সামরিক বাহিনীতে কর্মরত সেনাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে এইচটিএস। তবে নিপীড়নের সঙ্গে জড়িত জ্যেষ্ঠ কর্মকর্তাদের একটি তালিকা করে গ্রেপ্তার করা হবে বলে জানানো হয়েছে। এইচটিএস এক বিবৃতিতে বলেছে, কেউ কর্মীদের ক্ষতিসাধনের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে এ সাধারণ ক্ষমা সেনা কর্মকর্তা ও যারা স্বেচ্ছায় সরকারের পক্ষে যুদ্ধে যোগ দিয়েছেন, তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

 

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

‘ডাক’ মারাতেই মিল চিরবৈরি ভারত-পাকিস্তানের

তিন ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকাতে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করেছে...

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু...