মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শীতকাল

ট্রেন্ডিং টপিক

‘ডাক’ মারাতেই মিল চিরবৈরি ভারত-পাকিস্তানের

তিন ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকাতে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করেছে...

বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর...

ব্রাজিলে ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে একই পরিবারের দশজনের মৃত্যু

ব্রাজিলের দক্ষিণাঞ্চলের রিও গ্রান্দে দো-সুল রাজ্যের গ্রামাডোয় উড়োজাহাজ বিধ্বস্ত...

বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত উপদেষ্টা হাসান আরিফ

অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান ও পর্যটন উপদেষ্টা এ এফ...

জলবায়ু সম্মেলনে পৃথিবী বদলানোর আহ্বান প্রধান উপদেষ্টার

 

ছবি: এশিয়ান পোস্ট

জলবায়ু বিপর্যয় থেকে পৃথিবীকে বাঁচাতে ‘শুন্য বর্জ্য ও শুন্য কার্বন’নীতিতে জীবনধারা গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৯ এ বিশ্ব নেতাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে এমন আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত আসন্ন দুর্যোগের হাত থেকে বাঁচতে হলে এখনই মানুষকে পাল্টাতে হবে। যে নীতিতে শান্তিতে নোবেল জিতেছেন জলবায়ু সম্মেলনে সেই নীতির ওপর ড. ইউনূসের দেয়া এ ভাষণ তুমুল হাততালিতে স্বাগতো জানিয়েছেন জাতিসংঘের শীর্ষ নেতৃবৃন্দ ও বিশ্ব নেতারা।

২৯তম বিশ্ব জলবায়ু সম্মেলনে এবার এসেছেন ৮০টিরও বেশি দেশের সরকার প্রধান।   তবে যাদের নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সেই যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারতের মতো দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা যোগ দেননি। এ আয়োজন নিয়ে আগ্রহও কম ওইসব দেশের অংশগ্রহণকারীদের। এমন ঘটনাকে নেতিবাচক ধরে নানা সমালোচনাও হচ্ছে সম্মেলনের নানা প্যাভিলিয়নে।

উদ্বোধনের দ্বিতীয় দিন দেয়া ভাষণে বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ অভিঘাত থেকে বাঁচতে কার্বনশুন্য পৃথিবী গড়ার কোনো বিকল্প নেই। এটা মানুষকেই কমাতে হবে।  জীবনযাত্রার পরিবর্তন এনে এমন পৃথিবী গড়তে হবে যেখানে কোনো জীবাশ্ম জ্বালানি থাকবে না, শুধু পুনঃনবায়নযোগ্য শক্তি থাকবে। এ নিয়ে  প্রাথমিকভাবে একটি সামাজিক ব্যবসার ধারণাও দেন প্রধান উপদেষ্টা।

তিনি বলনে ‘সাশ্রয়ী স্বাস্থ্যসেবা ও শিক্ষার মাধ্যমে মানুষের জীবন কেবল সুরক্ষিতই হবে না, গুণগতভাবে উন্নত হবে। এটি যুবকদের জন্য উদ্যোক্তা হওয়ার পথ তৈরি করবে। প্রস্তাবিত নতুন এই জীবনধারা চাপিয়ে দেয়া নয় পছন্দের সাথে বেছে নেয়ার কথাও জানান তিনি।

বিশ্ব জলবায়ু সম্মেলনে নিজের এই প্রস্তাবনাকে তার একটি স্বপ্ন বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, ‘আমি আশা করি আপনারা এই স্বপ্ন দেখায় আমার সঙ্গে যোগ দেবেন। আমরা যদি একসঙ্গে স্বপ্ন দেখি তবে তা বাস্তবে রূপান্তর করা সম্ভব বলেও জানান তিনি।

অধিবেশনের ভাষণের পরে সম্মেলন কেন্দ্রের প্যাভিলিয়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউএনডিপির একটি উচ্চ পর্যায়ের বৈঠকেও যোগ দেন প্রধান উপদেষ্টা।  জলবায়ুর প্রভাবে বিশ্বজুড়ে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় বিশেষায়িত কর্মসূচি শুরুর তাগিদ এ অনুষ্ঠানে দেন তিনি।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

‘ডাক’ মারাতেই মিল চিরবৈরি ভারত-পাকিস্তানের

তিন ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকাতে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করেছে...

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু...