শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

ট্রেন্ডিং টপিক

এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলসহ চার দাবিতে কর্মবিরতি চলছেই

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে এনবিআর...

সারা দেশে বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৭৪৪

দেশজুড়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ ১৭৪৪ জন অপরাধীকে গ্রেফতার করেছে...

জার্মানিতে ছুরিকাঘাতে আহত ১৮, এক নারী গ্রেফতার

জার্মানির প্রধান বন্দর শহর হামবুর্গে ছুরি হামলা চালিয়ে ১৮...

ঢাকার বাতাসের মান আজ ‘মধ্যম’

বায়ুদূষণে আজ অনেকটাই ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।...

একটি পলাতক দল দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে : ড. ইউনূস

ছবি : সংগৃহিত

‘একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তারপরও তারা দেশটাকে অস্থিতিশীল করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে।’

বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ড. ইউনূস বলেন, ‌‘সরকার যখন গঠন হলো, আমার কোনো চিন্তা ছিল না, ভাবনা ছিল না যে আমি হঠাৎ করে একটা সরকারের প্রধান হবো, দায়িত্ব পাবো এবং সেই দেশ এমন দেশ, যেখানে সব তছনছ হয়ে গেছে। কোনো জিনিস আর ঠিকমতো কাজ করছে না। যা কিছু আছে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে কাজ করতে হবে। এজন্য প্রথম চেষ্টা ছিল সেই ধ্বংসস্তূপ থেকে আসল চেহারাটা বের করে আনা। মানুষের দৈনন্দিন জীবন সহজ করে আনা। সেই চেষ্টার মধ্যে ছিলাম। তারপর আস্তে আস্তে ভবিষ্যতটা কী হবে, সেটার জন্য চিন্তা করা- কোনদিকে আমরা অগ্রসর হবো।’

তিনি আরও বলেন, ‘প্রথম চিন্তা আসলো যে আমাদের একটা একটা সংস্কার দরকার। কারণ গত ১৬ বছর আমরা কিছুই করতে পারিনি। তিন-তিনটা নির্বাচন হয়ে গেলো, ভোটারের কোনো দেখা নাই। এই যে অসংখ্য রকমের দুর্নীতি এবং ব্যর্থতা, মিসরুল ইত্যাদি– সেখান থেকে দেশকে কীভাবে বের করে আনা যায়। সেজন্য প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করতে হবে। তাই আমরা প্রথমে সংস্কারের কথা চিন্তা করলাম।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা অর্থনীতি সহজ করেছি। দেশ-বিদেশের আস্থা অর্জন করেছি। এটা পরিষ্কার- সারা দুনিয়ায় আমরা আস্থা স্থাপন করতে পেরেছি। এটা কেউ প্রশ্ন করতে পারবে না যে আমি অমুক দেশের আস্থা অর্জন করতে পারিনি। যে দেশেই বলুন, তারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে। তারা বলছে আমরা অতীতে যা করি নাই তারচেয়ে বেশি করবো এখন, যেহেতু আমরা দেখছি যে সুন্দরভাবে সরকার চলছে এখন।’

রাজনৈতিক দলের সঙ্গে ফাটলের বিষয়ে ড. ইউনূস বলেন, ‌‘রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাৎ আছে। কিন্তু তার মানে এই নয়, ঐক্যের মধ্যে ফাটল ধরেছে। এরকম কোনো ঘটনা ঘটে নাই।’

ছাত্রদের রাজনৈতিক দল গঠনের প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকার তাদের কোনো সহায়তা করে না। যে রাজনীতি করতে চায়, সে নিজেই ইস্তফা দিয়ে চলে গেছে। তিনজন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতরে। যিনি রাজনীতি করতে মন স্থির করেছেন, তিনি ইস্তফা দিয়ে সরকার থেকে চলে গেছেন। উনি প্রাইভেট সিটিজেনশিপে রাজনীতি করবেন, কার বাধা দেওয়ার কী আছে?’

স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার সম্ভাবনার বিষয়ে ড. ইউনূস বলেন, ‘এটাতো সবসময় থাকে। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে বা তাদের নেতৃত্ব চলে গেছে। তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটেল করার জন্য। এটাতো সবসময় থ্রেট আছেই। প্রতি ক্ষণেই আছে, প্রতি জায়গাতেই আছে। কাজেই এটাতো সবসময় থাকবে। কারণ তারা (আওয়ামী লীগ) জাগো, কাজে নামো ইত্যাদি ইত্যাদি অনেক আহ্বান জানাচ্ছে। কর্মসূচি দিচ্ছে, হরতাল করো, অমুক করো। মানুষ কীভাবে নেবে এটাকে বলেন? এটা কি মিষ্টি মুখে চলে যাবে সব?

সূত্র : বিবিসি বাংলা।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

বিএনপির সময় পুঁজিবাজারে কখনো অস্বস্তি আসেনি : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

দুর্নীতি-অনিয়মের তথ্য চেয়ে জবির বিজ্ঞপ্তি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত...

ইশরাকের শপথ দাবিতে আজও নগর ভবন অবরুদ্ধ

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব...

‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, আমরা যাচ্ছি না’

প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা...