
‘নিউরোমাসকুলার ডিজিজ ট্রিটমেন্ট সেন্টার’ বা ‘এসএমএ ক্লিনিক’ বিরল এসএমএ রোগের চিকিৎসায় দেশে নতুন দিগন্ত উন্মোচন করেছে। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি, ২০২৫) আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে দ্বিতীয়বারের মতো এই বিশেষ সেবা কার্যক্রমটি পরিচালনা করে।
বিরল রোগে আক্রান্ত রোগীদের কল্যাণে ২০২৪ সালের অক্টোবর মাসে প্রথম এই বিশেষ ক্লিনিকটির যাত্রা শুরু হয়।
এসএমএ ক্লিনিক সেবার মাধ্যমে সংশ্লিষ্ট চিকিৎসকরা এক ছাতার নিচে দেশের বিভিন্ন স্থান থেকে আগত রোগীদের বিশেষ চিকিৎসা দিয়ে থাকেন। সে লক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে এই ‘নিউরোমাস্কুলার ডিজিজ ট্রিটমেন্ট সেন্টার’ -এর মাধ্যমে বিশেষ সেবার আয়োজন করা হয়।

এই সেবার আওতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা এসএমএসহ মোট ২০জন জেনেটিক রোগে আক্রান্ত রোগী বিনামূল্যে সেবা গ্রহণ করেন। ক্লিনিকে চিকিসৎদের পরামর্শের পাশাপাশি থেরাপি, নমুনা সংগ্রহ ও পরীক্ষা এবং প্রয়োজনীয় ডিভাইসের বিষয়ে পরামর্শ দেয়ারও ব্যবস্থা করা হয়।
প্রসঙ্গত, এসএমএ বা স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি একটি দুরারোগ্য বিরল রোগ। পেশির সঞ্চালনকে নিয়ন্ত্রণ করে যে মোটর নিউরোন, তা নষ্ট হওয়াই জিনঘটিত এই বিরল রোগের কারণ। রোগের তীব্রতা অনুযায়ী, টাইপ ওয়ান থেকে টাইপ ফোর পর্যন্ত হয় এসএমএ। এর ওষুধ বাজারে এলেও তা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে।
পৃথিবীর অনেক দেশের মতো আমাদের দেশেও এই রোগে আক্রান্ত রোগী রয়েছে। তবে সচেতনতার অভাবে এই রোগে আক্রান্তদের একটি বড় অংশ টেস্ট এবং চিকিৎসায় আওতায় আসছে না। ফলে চিকিৎসার অভাবেই দেশে অসংখ্য শিশু এই রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছে। এর থেকে উত্তরণ করতেই মূলত এসএমএ ফাউন্ডেশনের এই মহতি উদ্যোগ।

এ দিন মূল আয়োজনের পাশাপাশি একটি আলোচনা সভারও আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব ড. শাহ্ মো. হেলাল উদ্দীন, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. কাজী দীন মোহাম্মদ, যুগ্ম-পরিচালক অধ্যাপক ডা. মো. বদরুল আলম, ফ্রাঁসোয়া দু তুয়া, এরিয়া হেড, মধ্য ও পূর্ব ইউরোপ, তুরস্ক এবং ভারতীয় উপমহাদেশ (সিইইটিআরআইএস) রোশ ফার্মা ইন্টারন্যাশনাল, মারিয়া দোর্দেভিচ, এরিয়া ফাইন্যান্স হেড, মধ্য ও পূর্ব ইউরোপ, তুরস্ক এবং ভারতীয় উপমহাদেশ (সিইইটিআরআইএস) রোশ ফার্মা ইন্টারন্যাশনাল, মার্ক হীব, কান্ট্রি ম্যানেজার, রোশ বাংলাদেশ লিমিটেড, ওয়াহিদুজ জামান, হেড অব ইনটিগ্রেটেড স্ট্র্যাটেজি, এনএসআরডি ও হেমাটোলজি, রোশ বাংলাদেশ লিমিটেড, হাসান মাহামুদ, সভাপতি, কিউর এসএমএ বাংলাদেশ, মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক কিউর এসএমএ বাংলাদেশ প্রমুখ।