মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

‘চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে টানাটানিতে পাকিস্তান জিতেছে’

 

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারত পাকিস্তানের কম জল ঘোলা হয়নি। ভারত জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে দল পাঠাবে না। পাকিস্তানও সাফ জানিয়েছে ভবিষ্যতে পাকিস্তানও ভারতে দল পাঠাবে না। তবে শেষ পর্যন্ত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ঘিরে ভারত ও পাকিস্তানের অচলাবস্থার অবসান হয়েছে। আইসিসি বলেছে ২০২৭ পর্যন্ত দুই প্রতিবেশী দেশ একে অপরের দেশে খেলতে যাবে না। নিজেদের ম্যাচ খেলবে নিরপেক্ষ ভেন্যুতে।

পাকিস্তানে দল না পাঠানোর বিষয়ে ভারতের অনড় থেকেছে। পাকিস্তান শুরুতে হাইব্রিড মডেলে সম্মত না হলেও শেষ পর্যন্ত মানতে বাধ্য হয়েছে। উল্টো দিকে পাকিস্তানও সামনের টুর্নামেন্টগুলোতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পেরেছে। এমনকি আইসিসি থেকে বাড়তি একটি টুর্নামেন্ট আয়োজনের স্বত্বও পেয়েছে। কিন্তু আইসিসির আনুষ্ঠানিক ঘোষণার পর দুই দেশের ক্রিকেট মহলে জয়ের অনুভূতি কোথায় বেশি?

ভারতের বার্তাসংস্থা পিটিআই পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মন্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তিনজন সাবেক ক্রিকেটারের বক্তব্যে একটি বিষয়ে মিল ছিল- চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে অচলাবস্থার মধ্যে বিসিসিআইয়ের সঙ্গে লড়াইয়ে পিসিবিই জিতেছে। কীভাবে জিতেছে, সেটা বোঝাতে গিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ বলেছেন, ‘আমি মনে করি পিসিবি বুদ্ধিমানের মতো কাজ করেছে। তাড়াহুড়ো করে কিছু করার পরিবর্তে এবং আইসিসি ও অন্যান্য দেশের কাছ থেকে বিচ্ছিন্নতার মুখোমুখি হওয়ার পরিবর্তে একটি সমাধান বেছে নিয়েছিল। যেখানে আমি বিশ্বাস করি যে পিসিবি বিসিসিআইয়ের চেয়ে বেশি লাভ করেছে।’

আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তান ও ভারতের টুর্নামেন্টগুলোতে হাইব্রিড মডেল কার্যকর থাকবে সামনের চারটি আসরে। এর মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০২৮ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক। আর বিসিসিআই আয়োজক ২০২৫ নারী বিশ্বকাপ ও ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের। তবে ২০২৮ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ নতুন করে যুক্ত হয়েছে, যা চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে রাজি হওয়ার বিনিময়ে দেওয়া হয়েছে।

মিয়াঁদাদ এটিকে জয় উল্লেখ করে বলেছেন, ‘পাকিস্তান অনেক দিন পর বড় টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে। ভারতকে এই বার্তাটা দিতে পেরেছে যে আমাদের দেশে না এলে আমরাও যাব না।’

পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক মঈন খানও আইসিসির সিদ্ধান্ত পিসিবির জন্য ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন, ‘পাকিস্তান (চ্যাম্পিয়নস ট্রফির বাইরেও) আরও একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব পেয়েছে। এটাও পাকিস্তান ক্রিকেটের জন্য ভালো খবর।’

২০২৩ সালে ভারতের চাওয়ায় এশিয়া কাপ হয়েছিল হাইব্রিড মডেলে। তবে ওই বছরই পাকিস্তান দল ভারতে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বিনা শর্তে। এবার তেমন পরিস্থিতি থেকে উত্তরণ ঘটায় খুশি পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইকবাল কাশিমও, ‘বিসিসিআই খুবই শক্তিশালী ও আর্থিকভাবে প্রভাবশালী। তবে গত বছরের এশিয়া কাপের মতো এ বছর কঠোর অবস্থান নিতে পারেনি তারা। এখানে মূল অর্জন হচ্ছে আমরাই চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক এবং সামনের আইসিসি টুর্নামেন্টে ভারতে যেতে হবে না।’

ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়াও পাকিস্তানের ক্ষতি হয়নি বলে মনে করেন। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, ‘পাকিস্তানের হাতেই আয়োজক স্বত্ব থাকছে। তারা শুরুতে হাইব্রিড মডেলের বিরুদ্ধে বললেও শেষ পর্যন্ত মানতে হয়েছে। তবে পাকিস্তান খালি হাতে ফেরেনি।’

২০২৫ সালের ফেব্রুয়ারি–মার্চে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে নিরপেক্ষ ভেন্যু কোনটি হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। আইসিসি জানিয়েছে, হাইব্রিড মডেলের বেলায় আয়োজক বোর্ড নিরপেক্ষ ভেন্যু প্রস্তাব করবে, আইসিসি অনুমোদন করবে। পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফির জন্য দুবাইয়ের পাশাপাশি কলম্বোর কথা ভাবছে।

 

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...